Muktijuddher Golpo
বাংলা সাহিত্যের অন্যতম মক্তিমান গল্পকার হাসান আজিজুল হক। সত্তরের দশকে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক অসাধারণ সব গল্প লেখেন—ফেরা, আমরা অপেক্ষা করছি, কৃষ্ণপক্ষের দিন, কেউ আসেনি, ভূষণের একদিন প্রভৃতি। ‘ ভূষণের একদিন’ গল্পে বলা হয়েছে একজন প্রান্তিক কৃষকের যুদ্ধদিনের কথা। দরিদ্র চাষী ভূষণের কাছে মুক্তিযুদ্ধের আহ্বান কোনো বিশেষ তাৎপর্য বয়ে আনে না, তবুও পুত্রসহ জড়িয়ে পড়ে যুদ্ধে। ‘কৃষ্ণপক্ষের দিন’ শুধু আকারেই নয় ভাব এবং বিস্তৃতেও বড় গল্প। এখানে পাঁচ তরুণ মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। ‘কেউ আসেনি’, ‘ফেরা’, ‘ঘরগেরস্থি’—গল্প তিনটি অনেক বেশি দার্শনিক এবং মনস্তাত্ত্বিক। ‘কেউ আসেনি’ গল্পে যুদ্ধফেরত গফুরের সহযোদ্ধা আসফ আলীর মৃত্যু দেখে মনে প্রশ্ন জাগে—মুক্তিযুদ্ধ করে কী পেল আসফ? কী পেল সে নিজে? একই ভাবনা দেখা যায় ‘ঘরগেরস্থি’র রামশরণ এবং ‘ফেরা’র আলেফের মধ্যে। লেখকের মুক্তিযুদ্ধবিষয়ক গল্পগুলোকে দু’টি শ্রেণিতে ভাগ করা যায়। মুক্তিযুদ্ধকালীন গল্প আর মুক্তিযুদ্ধোত্তর সময়ের গল্প। তাঁর গল্পগুলোতে তিনি আমাদের এক সত্যের সম্মুখে দাঁড় করিয়েছেন।..
- Brand: Ittadi Grantho Prokash
- Product Code: Ittadi
- Availability: In Stock
- Author Name: Hasan Azizul Huq ,
- ISBN: 984-702-89021-5-9
- Total Pages: 184
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Publication Date: 2021-09-15
বাংলা সাহিত্যের অন্যতম মক্তিমান গল্পকার হাসান আজিজুল হক। সত্তরের দশকে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক অসাধারণ সব গল্প লেখেন—ফেরা, আমরা অপেক্ষা করছি, কৃষ্ণপক্ষের দিন, কেউ আসেনি, ভূষণের একদিন প্রভৃতি। ‘ ভূষণের একদিন’ গল্পে বলা হয়েছে একজন প্রান্তিক কৃষকের যুদ্ধদিনের কথা। দরিদ্র চাষী ভূষণের কাছে মুক্তিযুদ্ধের আহ্বান কোনো বিশেষ তাৎপর্য বয়ে আনে না, তবুও পুত্রসহ জড়িয়ে পড়ে যুদ্ধে। ‘কৃষ্ণপক্ষের দিন’ শুধু আকারেই নয় ভাব এবং বিস্তৃতেও বড় গল্প। এখানে পাঁচ তরুণ মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। ‘কেউ আসেনি’, ‘ফেরা’, ‘ঘরগেরস্থি’—গল্প তিনটি অনেক বেশি দার্শনিক এবং মনস্তাত্ত্বিক। ‘কেউ আসেনি’ গল্পে যুদ্ধফেরত গফুরের সহযোদ্ধা আসফ আলীর মৃত্যু দেখে মনে প্রশ্ন জাগে—মুক্তিযুদ্ধ করে কী পেল আসফ? কী পেল সে নিজে? একই ভাবনা দেখা যায় ‘ঘরগেরস্থি’র রামশরণ এবং ‘ফেরা’র আলেফের মধ্যে। লেখকের মুক্তিযুদ্ধবিষয়ক গল্পগুলোকে দু’টি শ্রেণিতে ভাগ করা যায়। মুক্তিযুদ্ধকালীন গল্প আর মুক্তিযুদ্ধোত্তর সময়ের গল্প। তাঁর গল্পগুলোতে তিনি আমাদের এক সত্যের সম্মুখে দাঁড় করিয়েছেন।
হাসান আজিজুল হক (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৩৯) একজন বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যক হিসেবে পরিগণিত। ষাটের দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তার সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। আগুনপাখি (২০০৬) হক রচিত প্রথম উপন্যাস। তিনি ১৯৭০ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ সরকার তাকে ১৯৯৯ খ্রিষ্টাব্দে একুশে পদকে ও ২০১৯ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

