Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 Bhasha Andoloner Sahittya

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Bhasha Andoloner Sahittya

৳150

৳250

উনিশ’শ বায়ান্ন সালের ভাষা আন্দোলন বাঙালি জাতীয় জীবনের গৌরব-উজ্জ্বল এক ঐতিহাসিক ঘটনা। ভাষা আন্দোলনকে পটভূমি করে রচিত গল্প, কবিতা, উপন্যাস, গান, একুশের সংস্কৃতি, সংকলন প্রকাশ ইত্যাদির মননসমৃদ্ধ বিশ্লে­ষণ নিয়ে এ গ্রন্থ। তরুণ গবেষক আহমেদ মাওলার দীর্ঘ এক দশকের  অনুসন্ধান, পাঠ ও গবেষণার ঐকান্তিক ফসল ‘ভাষা আন্দোলনের সাহিত্য’। বায়ান্নর রক্তপাত ছিল আমাদের প্রথম রক্ত। পৃথিবীর মানচিত্রে মাতৃভাষার জন্য প্রাণ দিয়ে শহীদ হওয়ার প্রথম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় উত্তাপ ও শিক্ষা গ্রহণ করে উত্তরকালে বাঙালি স্বাধিকার ও স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে। জাতীয়তাবোধের এ উজ্জীবন, অধিকার আদায়ের সংগ্রামী চেতনা, সমগ্র বাঙালি জাতিকে সংঘবদ্ধ শক্তিতে রূপান্তরিত করে। বায়ান্নর একুশের পর, অর্ধশতাব্দী কেটে গেছে। এই সময় পরিসরে রচিত বাংলাদেশের সাহিত্যে গভীরভাবে প্রভাব ফেলেছে একুশের ঘটনা। প্রতিফলিত হয়েছে অসাম্প্রদায়িক চেতনা, উদার মানবিকতাবোধ সম্পন্ন জীবনদৃষ্টি, শোষণহীন গণতান্ত্রিক সমাজ ও স্বাধীনতার স্বপ্নময় প্রত্যাশা। একুশে ফেব্রুয়ারি বদলে দিয়েছে আমাদের ভাষার রূপ, সাহিত্যের রূপকল্প, আঙ্গিক ও শৈল্পিক বোধকে। ভাষা আন্দোলনের পর বাঙালির আর কিছুই আগের মতো থাকেনি। বাঙালির জীবনকে আমূল বদলে দিয়েছে ভাষা আন্দোলন। বাঙালির রাজনীতি, সংস্কৃতি, সাহিত্য, এমনকি তার সমস্ত আবেগ-আকাক্সক্ষা বদলে দিয়েছে একুশে ফেব্রুয়ারি। সাহিত্যের সেই পরিবর্তিত রূপের শৈল্পিক চারিত্র্য অনুসন্ধানই বর্তমান গ্রন্থের প্রধান উদ্দেশ্য।..

  • Brand: PORIBAR PUBLICATIONS
  • Product Code: 9274919
  • Availability: In Stock
  • Author Name: Ahmed Mowla ,
  • ISBN: 9789849274919
  • Total Pages: 132
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2017

উনিশ’শ বায়ান্ন সালের ভাষা আন্দোলন বাঙালি জাতীয় জীবনের গৌরব-উজ্জ্বল এক ঐতিহাসিক ঘটনা। ভাষা আন্দোলনকে পটভূমি করে রচিত গল্প, কবিতা, উপন্যাস, গান, একুশের সংস্কৃতি, সংকলন প্রকাশ ইত্যাদির মননসমৃদ্ধ বিশ্লে­ষণ নিয়ে এ গ্রন্থ। তরুণ গবেষক আহমেদ মাওলার দীর্ঘ এক দশকের  অনুসন্ধান, পাঠ ও গবেষণার ঐকান্তিক ফসল ‘ভাষা আন্দোলনের সাহিত্য’। বায়ান্নর রক্তপাত ছিল আমাদের প্রথম রক্ত। পৃথিবীর মানচিত্রে মাতৃভাষার জন্য প্রাণ দিয়ে শহীদ হওয়ার প্রথম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় উত্তাপ ও শিক্ষা গ্রহণ করে উত্তরকালে বাঙালি স্বাধিকার ও স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে। জাতীয়তাবোধের এ উজ্জীবন, অধিকার আদায়ের সংগ্রামী চেতনা, সমগ্র বাঙালি জাতিকে সংঘবদ্ধ শক্তিতে রূপান্তরিত করে। বায়ান্নর একুশের পর, অর্ধশতাব্দী কেটে গেছে। এই সময় পরিসরে রচিত বাংলাদেশের সাহিত্যে গভীরভাবে প্রভাব ফেলেছে একুশের ঘটনা। প্রতিফলিত হয়েছে অসাম্প্রদায়িক চেতনা, উদার মানবিকতাবোধ সম্পন্ন জীবনদৃষ্টি, শোষণহীন গণতান্ত্রিক সমাজ ও স্বাধীনতার স্বপ্নময় প্রত্যাশা। একুশে ফেব্রুয়ারি বদলে দিয়েছে আমাদের ভাষার রূপ, সাহিত্যের রূপকল্প, আঙ্গিক ও শৈল্পিক বোধকে। ভাষা আন্দোলনের পর বাঙালির আর কিছুই আগের মতো থাকেনি। বাঙালির জীবনকে আমূল বদলে দিয়েছে ভাষা আন্দোলন। বাঙালির রাজনীতি, সংস্কৃতি, সাহিত্য, এমনকি তার সমস্ত আবেগ-আকাক্সক্ষা বদলে দিয়েছে একুশে ফেব্রুয়ারি। সাহিত্যের সেই পরিবর্তিত রূপের শৈল্পিক চারিত্র্য অনুসন্ধানই বর্তমান গ্রন্থের প্রধান উদ্দেশ্য।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Ahmed Mowla
Ahmed Mowla
জন্ম: ৪ মে ১৯৭১ সালে চট্টগ্রামে। বাবা: শফিক আহমেদ, মা: শামসুন নাহার। চার ভাই চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পৈতৃক নিবাস ফেনীর দাগনভূঁইঞা উপজেলার দেবরামপুর গ্রামে। ছোটবেলার বেশ খানিকটা সময় গ্রামেই কেটেছে। কৃতীছাত্র আহমেদ মাওলা চট্টগ্র্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৯১) ও স্নাতকোত্তর (১৯৯২)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলাদেশের উপন্যাসের শৈলীবিচার’ শীর্ষক গবেষণার জন্য এম.ফিল (২০০০) এবং ‘চল্লিশের কবিতায় সাম্যবাদী চেতনার রূপায়ণ’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. (২০০৫) ডিগ্রি লাভ করেন।তিনি বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগ দিয়ে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। ২০১২ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। স্ত্রী আয়েশা আক্তার স্বপ্না এবং দুই কন্যা নভেরা আহমেদ নির্বাচিতা ও ফাল্গুনী আহমেদ দীপিকা।