Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 Veramara upozillar itihash oitizzo

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Veramara upozillar itihash oitizzo

৳700

কুষ্টিয়া জেলার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে ব্যাপক পরিচিতি ভেড়ামারা উপজেলার। দেশের বৃহৎ রেলওয়ে সেতু ‘হার্ডিঞ্জ ব্রিজ’ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু ‘লালনশাহ সেতু’। রয়েছে হযরত সোলাইমান শাহ্ চিশতির মাজার শরীফ এবং গায়েবী মসজিদ খ্যাত তিন গম্বুজ মসজিদ। ভেড়ামারা উপজেলার নামকরণের কোন সুনির্দিষ্ট ইতিহাস জানা যায় না। তবে লোকমুখে নানা কথার প্রচলন রয়েছে। জনা যায়, ভেড়ামারা এলাকায় অতীতে প্রচুর ভেড়া পালন করা হতো। তৎকালীন ব্রিটিশ আমলে ট্রেন চলাকালীন অবস্থায় ভেড়ামারা স্টেশন সংলগ্ন এলাকায় একযোগে শতাধিক ভেড়া ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। সেই সময় ‘ভেড়া মরা’ হতেই ভেড়ামারার নামকরণ করা হয়েছিল। ‘হার্ডিঞ্জ ব্রিজ’ এবং ‘লালনশাহ সেতু’র চারদিকে সবুজের সমারোহ। পূর্ব দিকে পদ্মা নদী। দুই সেতুর মাঝখানের পশ্চিম পাড় ঘেঁষে ভেড়ামারা উপজেলা। এছাড়াও রয়েছে দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র ইত্যাদি।লেখক হাসানুজ্জামান খসরু অত্যন্ত সূচারুভাবে তুলে ধরেছেন এই উপজেলার ইতিহাস, ঐতিহ্য, জীবনযাত্রা, বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনকথা, আর্থ-সামাজিক অবস্থা, শিক্ষাব্যবস্থা, হারিয়ে যাওয়া উপকরণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের পরিচিতি। ইতিহাসের একটি তথ্যবহুল আকরগ্রন্থ হয়ে উঠবে এই গ্রন্থটি—এটা আমাদের বিশ্বাস।..


কুষ্টিয়া জেলার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে ব্যাপক পরিচিতি ভেড়ামারা উপজেলার। দেশের বৃহৎ রেলওয়ে সেতু ‘হার্ডিঞ্জ ব্রিজ’ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু ‘লালনশাহ সেতু’। রয়েছে হযরত সোলাইমান শাহ্ চিশতির মাজার শরীফ এবং গায়েবী মসজিদ খ্যাত তিন গম্বুজ মসজিদ। ভেড়ামারা উপজেলার নামকরণের কোন সুনির্দিষ্ট ইতিহাস জানা যায় না। তবে লোকমুখে নানা কথার প্রচলন রয়েছে। জনা যায়, ভেড়ামারা এলাকায় অতীতে প্রচুর ভেড়া পালন করা হতো। তৎকালীন ব্রিটিশ আমলে ট্রেন চলাকালীন অবস্থায় ভেড়ামারা স্টেশন সংলগ্ন এলাকায় একযোগে শতাধিক ভেড়া ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। সেই সময় ‘ভেড়া মরা’ হতেই ভেড়ামারার নামকরণ করা হয়েছিল। ‘হার্ডিঞ্জ ব্রিজ’ এবং ‘লালনশাহ সেতু’র চারদিকে সবুজের সমারোহ। পূর্ব দিকে পদ্মা নদী। দুই সেতুর মাঝখানের পশ্চিম পাড় ঘেঁষে ভেড়ামারা উপজেলা। এছাড়াও রয়েছে দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র ইত্যাদি।
লেখক হাসানুজ্জামান খসরু অত্যন্ত সূচারুভাবে তুলে ধরেছেন এই উপজেলার ইতিহাস, ঐতিহ্য, জীবনযাত্রা, বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনকথা, আর্থ-সামাজিক অবস্থা, শিক্ষাব্যবস্থা, হারিয়ে যাওয়া উপকরণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের পরিচিতি। ইতিহাসের একটি তথ্যবহুল আকরগ্রন্থ হয়ে উঠবে এই গ্রন্থটি—এটা আমাদের বিশ্বাস।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good