Mount Olympuse Riya
হেডিসের রাজ্য থেকে ফেরবার পর চারমাস পার হয়ে গেছে। বসন্তকালে মাউন্ট অলিম্পাসে বেড়াতে যাবার দাওয়াত দিয়ে রেখেছে পার্সিফোনি। সাথে দিয়ে দিয়েছে এক জাদুর আয়না। যে আয়না দিয়ে রিয়া নিমেষে চলে যেতে পারবে মাউন্ট অলিম্পাসে। রিয়া কি আয়না ব্যবহার করে যেতে চায় মাউন্ট অলিম্পাসে? যেখানে সব গ্রিক দেবদেবীরা বাস করে? সে কি ঠিকমত পৌঁছাতে পারবে? নাকি ভুল জায়গায় চলে গিয়ে বিপদে পড়বে? কে তাকে বাঁচাতে এগিয়ে আসবে? মাউন্ট অলিম্পাসে সে কোন কোন দেবদেবীর দেখা পাবে? কাকে দেখে তার মনে প্রথম প্রেমের অনুভূতি জেগে উঠবে? সে প্রেমের পরিণতি কী হবে?আর হার্মিস? হার্মিসের সাথে ওর সম্পর্ক কতদূর গড়াবে? সব প্রশ্নের উত্তর মাউন্ট অলিম্পাসে রিয়ায় পেয়ে যাবেন।..
- Brand: PENCIL PUBLICATIONS
- Product Code: Pencil-020921
- Availability: In Stock
- Author Name: Tabassum Naz , Tabassum Naz ,
- ISBN: 978-984-95692-6-8
- Total Pages: 144
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2021
- Publication Date: 2021-09-05
হেডিসের রাজ্য থেকে ফেরবার পর চারমাস পার হয়ে গেছে। বসন্তকালে মাউন্ট অলিম্পাসে বেড়াতে যাবার দাওয়াত দিয়ে রেখেছে পার্সিফোনি। সাথে দিয়ে দিয়েছে এক জাদুর আয়না। যে আয়না দিয়ে রিয়া নিমেষে চলে যেতে পারবে মাউন্ট অলিম্পাসে। রিয়া কি আয়না ব্যবহার করে যেতে চায় মাউন্ট অলিম্পাসে? যেখানে সব গ্রিক দেবদেবীরা বাস করে? সে কি ঠিকমত পৌঁছাতে পারবে? নাকি ভুল জায়গায় চলে গিয়ে বিপদে পড়বে? কে তাকে বাঁচাতে এগিয়ে আসবে? মাউন্ট অলিম্পাসে সে কোন কোন দেবদেবীর দেখা পাবে? কাকে দেখে তার মনে প্রথম প্রেমের অনুভূতি জেগে উঠবে? সে প্রেমের পরিণতি কী হবে?আর হার্মিস? হার্মিসের সাথে ওর সম্পর্ক কতদূর গড়াবে? সব প্রশ্নের উত্তর মাউন্ট অলিম্পাসে রিয়ায় পেয়ে যাবেন।
তাবাসসুম নাজের জন্ম ৩০ শে অক্টোবর। স্কুল কলেজ জীবনে টুকটাক লেখালেখি করতেন দেয়াল পত্রিকায়। ১৯৯৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস পাশ করবার পর প্রবাস জীবন যাপন করছেন, বাংলা লিখবার আর সুযোগ হয়নি। হঠাৎ ২০১৭ সাল থেকে নিজের ভেতরে প্রচন্ড তাগিদ অনুভব করতে থাকেন ফের কলম ধরবার। সে তাগিদ থেকে নিজের জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে রম্য রচনা লিখতে আরম্ভ করেন ফেসবুকে নিজের ওয়ালে। একসময়ে সন্ধান পান ফেসবুকভিত্তিক সাহিত্য গ্রুপ পেন্সিলের। নিয়মিতভাবে সেখানে লেখা দিতে থাকেন তিনি--- বিদেশী রূপকথার অনুবাদ, প্রবন্ধ, রম্য রচনা। এরপর কাকতালীয়ভাবে ঢুকে পড়েন গ্রীক মিথলজির জগতে। গ্রীক দেবদেবীদের নিয়ে লিখতে গিয়ে হঠাৎ করে তাদের নিয়ে উপন্যাস লিখবার আইডিয়া পেয়ে যান। পরিণতিতে তার প্রথম উপন্যাস--- হেডিসের রাজ্যে। হেডিসের রাজ্যে ছিল কিশোর উপন্যাস। এরপর বড়দের জন্য লিখবার ইচ্ছা থেকে পেয়ে যান পরবর্তী উপন্যাসের প্লট--- বিবাহ বিভ্রাট অথবা ভালোবাসা। এবারে তিনি নিয়ে এলেন বড় আঙ্গিকের উপন্যাস--- রুদাবা।
তাবাসসুম নাজের জন্ম ৩০ শে অক্টোবর। স্কুল কলেজ জীবনে টুকটাক লেখালেখি করতেন দেয়াল পত্রিকায়। ১৯৯৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস পাশ করবার পর প্রবাস জীবন যাপন করছেন, বাংলা লিখবার আর সুযোগ হয়নি। হঠাৎ ২০১৭ সাল থেকে নিজের ভেতরে প্রচন্ড তাগিদ অনুভব করতে থাকেন ফের কলম ধরবার। সে তাগিদ থেকে নিজের জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে রম্য রচনা লিখতে আরম্ভ করেন ফেসবুকে নিজের ওয়ালে। একসময়ে সন্ধান পান ফেসবুকভিত্তিক সাহিত্য গ্রুপ পেন্সিলের। নিয়মিতভাবে সেখানে লেখা দিতে থাকেন তিনি--- বিদেশী রূপকথার অনুবাদ, প্রবন্ধ, রম্য রচনা। এরপর কাকতালীয়ভাবে ঢুকে পড়েন গ্রীক মিথলজির জগতে। গ্রীক দেবদেবীদের নিয়ে লিখতে গিয়ে হঠাৎ করে তাদের নিয়ে উপন্যাস লিখবার আইডিয়া পেয়ে যান। পরিণতিতে তার প্রথম উপন্যাস--- হেডিসের রাজ্যে। হেডিসের রাজ্যে ছিল কিশোর উপন্যাস। এরপর বড়দের জন্য লিখবার ইচ্ছা থেকে পেয়ে যান পরবর্তী উপন্যাসের প্লট--- বিবাহ বিভ্রাট অথবা ভালোবাসা। এবারে তিনি নিয়ে এলেন বড় আঙ্গিকের উপন্যাস--- রুদাবা।

