Jolghughu
যা কিছু অনতিক্রম্য- শৈশব ও শস্যের ধুমধাম, স্বপ্ন ও সম্পর্কের সাযুজ্যহীন স্রােতধারা থেকে ছেঁকে আনা যাপনচিত্রে যতটুকু শ্লেষ নস্টালজিয়া হয়ে ধরা দেয়- কবির নিজস্ব বোধ যাবতীয় মিথস্ক্রিয়া শেষে তাকেই গেঁথে গেঁথে গড়ে তোলেন কবিতার ইমারত। আধুনিক যাপনযন্ত্রণা থেকে দূর-দূরান্তে নিজেকে ছড়িয়ে দেয়া খুব একটা সহজ নয়। কবি রুদ্রাক্ষ রায়হান এই দূরূহ কাজটিই করে ফেলেন স্বভাবসিদ্ধ সারল্যের সাথে। রাষ্ট্র-রাজনীতি, প্রেম-কাম-সাধনা-সম্ভাবনার জটিল বুনন থেকে সচেতনভাবেই যাবতীয় চিন্তার অনুষঙ্গকে আড়াল করে "জলঘুঘু" কাব্যে তিনি ঢুকে পড়েছেন নিজেরই নির্বাসিত শৈশবে, যেখানে মাসকাটা নদীর মতো বিরহী কেউ কেউ কবিকে অপেক্ষায় রাখে। মানভাষার শেকল- অর্গল ভেঙে কবি এখানে তুমুল আঞ্চলিক, মৃদুভাষী। এই আঞ্চলিকতা শুধু ভাষা ব্যবহারেই ক্ষান্ত নয়, বয়ানে-বুননে-চিন্তা ও চেতনায় সোঁদা মাটির আশ্চর্য ঘ্রাণ নিয়ে উপস্থিত। যেন এইমাত্র মাতৃজঠর ভেঙে বেরিয়ে এলাম, আবহমান বাংলার ভূবনজয়ী শীতল কোলের কাছে। আর প্রেম- তার কুহকী চরিত্রটি ধরে রেখেছে আপাদমস্তক কবিতার পরতে পরতে। বাহারি ছন্দে তোলপাড় এইসব কবিতার চিত্রকল্প নির্মাণে দেখা মেলে কবির মুন্সিয়ানার- যেখানে শৈশবের নস্টালজিয়া, চিরায়ত প্রেমের অগ্নিকু- আর গ্রামীণ জীবনযাত্রার প্রেম-কাম একাকার হয়ে পাঠককে প্লাবিত করে, বয়ে যায়!"জলঘুঘু" কোন কাব্যগ্রন্থ নয়, চিরায়ত প্রেমের গান- আত্মার আয়না। ..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9422709
- Availability: In Stock
Tags: Jolghughu
যা কিছু অনতিক্রম্য- শৈশব ও শস্যের ধুমধাম, স্বপ্ন ও সম্পর্কের সাযুজ্যহীন স্রােতধারা থেকে ছেঁকে আনা যাপনচিত্রে যতটুকু শ্লেষ নস্টালজিয়া হয়ে ধরা দেয়- কবির নিজস্ব বোধ যাবতীয় মিথস্ক্রিয়া শেষে তাকেই গেঁথে গেঁথে গড়ে তোলেন কবিতার ইমারত। আধুনিক যাপনযন্ত্রণা থেকে দূর-দূরান্তে নিজেকে ছড়িয়ে দেয়া খুব একটা সহজ নয়। কবি রুদ্রাক্ষ রায়হান এই দূরূহ কাজটিই করে ফেলেন স্বভাবসিদ্ধ সারল্যের সাথে। রাষ্ট্র-রাজনীতি, প্রেম-কাম-সাধনা-সম্ভাবনার জটিল বুনন থেকে সচেতনভাবেই যাবতীয় চিন্তার অনুষঙ্গকে আড়াল করে "জলঘুঘু" কাব্যে তিনি ঢুকে পড়েছেন নিজেরই নির্বাসিত শৈশবে, যেখানে মাসকাটা নদীর মতো বিরহী কেউ কেউ কবিকে অপেক্ষায় রাখে। মানভাষার শেকল- অর্গল ভেঙে কবি এখানে তুমুল আঞ্চলিক, মৃদুভাষী। এই আঞ্চলিকতা শুধু ভাষা ব্যবহারেই ক্ষান্ত নয়, বয়ানে-বুননে-চিন্তা ও চেতনায় সোঁদা মাটির আশ্চর্য ঘ্রাণ নিয়ে উপস্থিত। যেন এইমাত্র মাতৃজঠর ভেঙে বেরিয়ে এলাম, আবহমান বাংলার ভূবনজয়ী শীতল কোলের কাছে। আর প্রেম- তার কুহকী চরিত্রটি ধরে রেখেছে আপাদমস্তক কবিতার পরতে পরতে। বাহারি ছন্দে তোলপাড় এইসব কবিতার চিত্রকল্প নির্মাণে দেখা মেলে কবির মুন্সিয়ানার- যেখানে শৈশবের নস্টালজিয়া, চিরায়ত প্রেমের অগ্নিকু- আর গ্রামীণ জীবনযাত্রার প্রেম-কাম একাকার হয়ে পাঠককে প্লাবিত করে, বয়ে যায়!
"জলঘুঘু" কোন কাব্যগ্রন্থ নয়, চিরায়ত প্রেমের গান- আত্মার আয়না।
