Unknown: Automatic conversion of false to array is deprecated in /home/blooming/boikini.com/storage/modification/catalog/controller/startup/startup.php on line 103 Dehopather Byakoron

Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Dehopather Byakoron

৳135

আড়াল চাইনি তবু আয়নার সামনে দাঁড়ালে মুখের বদলে মুখোশ ফুটে ওঠে। শয়তান না ভগবানের মুখচ্ছবি এই দ্বন্দ্বে পালাতে থাকি... নিজের ভেতরে  যে চিৎকার শুনতে পাই, কোনো সুরেই বাঁধতে পারি  না জন্মগান- একটি ছায়ার ভেতরে নিজেকে লুকাতে গিয়ে ছায়াছবি হয়ে যাই। দেয়ালে টাঙিয়ে ফুলের মালা পরিয়ে দিলে তোমাদের শান্তি কামনায় যে গান বাঁধি তার নাম প্রেম। প্রেমের কোন ব্যাকরণ নাই। নিপাতনে সিদ্ধ দেহ। সুতরাং এইসব ফাঁপা বুলির অন্তরালে জমা হয় হাহাকার-সুর করে কাঁদতে বসি...এইসব সরল স্বীকারোক্তি আমার প্রতিনিধিত্ব করে না। বরং কবিতার কাছে ফিরে যাওয়া ভালো। কি লিখেছি আমি! বাৎসায়ণ আমি লিখিনি। প্রাচীন শাস্ত্রের আধুনিকায়নে জেনেছি মতি ও গতি নেই। আমি আমার ভাষায় ও ভঙ্গিতে লিখেছি ‘দেহপাঠের ব্যাকরণ’। ‘দেহপাঠের ব্যাকরণ’ কাব্যে কোনো কোটেশন নেই, আওড়ানোর মতো পঙ্ক্তি নেই। আমি টোটাল কবিতা লিখতে চেয়েছি।আমার কবিতা কি আমার প্রতিনিধিত্ব করে? ছদ্মনামে কারা যেন লিখে যাচ্ছে আমার নামে। তাদের কারো মুখ আমি আঁকতে পারি না। আয়নার সামনে যে মুখোশ দেখি তাকেই স্রষ্টা ভাবছি। আপনারা তাকে ভালোবাসুন।..


Tags: Dehopather Byakoron

আড়াল চাইনি তবু আয়নার সামনে দাঁড়ালে মুখের বদলে মুখোশ ফুটে ওঠে। শয়তান না ভগবানের মুখচ্ছবি এই দ্বন্দ্বে পালাতে থাকি... নিজের ভেতরে  যে চিৎকার শুনতে পাই, কোনো সুরেই বাঁধতে পারি  না জন্মগান- একটি ছায়ার ভেতরে নিজেকে লুকাতে গিয়ে ছায়াছবি হয়ে যাই। দেয়ালে টাঙিয়ে ফুলের মালা পরিয়ে দিলে তোমাদের শান্তি কামনায় যে গান বাঁধি তার নাম প্রেম। প্রেমের কোন ব্যাকরণ নাই। নিপাতনে সিদ্ধ দেহ। সুতরাং এইসব ফাঁপা বুলির অন্তরালে জমা হয় হাহাকার-

সুর করে কাঁদতে বসি...

এইসব সরল স্বীকারোক্তি আমার প্রতিনিধিত্ব করে না। বরং কবিতার কাছে ফিরে যাওয়া ভালো। কি লিখেছি আমি! বাৎসায়ণ আমি লিখিনি। প্রাচীন শাস্ত্রের আধুনিকায়নে জেনেছি মতি ও গতি নেই। আমি আমার ভাষায় ও ভঙ্গিতে লিখেছি ‘দেহপাঠের ব্যাকরণ’। ‘দেহপাঠের ব্যাকরণ’ কাব্যে কোনো কোটেশন নেই, আওড়ানোর মতো পঙ্ক্তি নেই। আমি টোটাল কবিতা লিখতে চেয়েছি।

আমার কবিতা কি আমার প্রতিনিধিত্ব করে? ছদ্মনামে কারা যেন লিখে যাচ্ছে আমার নামে। তাদের কারো মুখ আমি আঁকতে পারি না।

আয়নার সামনে যে মুখোশ দেখি তাকেই স্রষ্টা ভাবছি। আপনারা তাকে ভালোবাসুন।

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good