Ekattorer Firstboy
স্বাধীনতা খুব সহজে আসেনি। ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পেয়েছি এ স্বাধীনতা। বিপক্ষ দলে ছিল অস্ত্রেশস্ত্রে¿ সুসজ্জিত আর উন্নতমানের ট্রেনিংপ্রাপ্ত পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের সাথে লড়াই করেছেন এদেশের ছাত্র, কৃষক, শ্রমিক তথা আপামর জনতা। ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক-অফিসারগণও। কিন্তু ভীতসন্ত্রস্ত না হয়ে এদেশের কিশোররাও সেদিন সবার সাথে মুক্তির জন্য এ যুদ্ধে অংশ নিয়েছিল। দুলা মিয়া, হারেসউদ্দীন, বাবুল, নাদির মিয়া, টিটো, ইমরান- এমন হাজারো যোদ্ধার গল্প আমরা জানি। আবার, এমন হাজারো যোদ্ধার গল্প আমাদের অজানাই রয়ে গেছে...।মুক্তিযুদ্ধকে যারা স্বচক্ষে দেখেছেন, আর আমরা যারা এ প্রজন্মের প্রতিনিধি- এ দুটো দলের কাছে মুক্তির স্বাদ এক হলেও মুক্তিযুদ্ধের রূপ দুই। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, তারা দেখেছেন। আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, বই পড়েছি আর তারা গল্প শুনিয়েছেন, বই লিখেছেন।আমি মনে করি, এ প্রজন্মের লেখক হলেও মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করা আমাদের দায়বদ্ধতার ভেতরেই পড়ে। তবে অসাবধানতাবশত কিছু ভুল থেকে যাওয়াটাও অসম্ভব নয়। আশা করছি সেগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।এই উপন্যাসের নায়ক দূর্জয় একটি কাল্পনিক চরিত্র, যে মুক্তিযুদ্ধের হাজারো কিশোর যোদ্ধার একজন। তবু উপন্যাসে কিছু বাস্তব ঘটনার সন্নিবেশ রয়েছে। কিশোর মুক্তিযোদ্ধা দূর্জয় একজন খাঁটি দেশপ্রেমিক, অকুতোভয় সৈনিক, মুক্তির সেনানী। এ প্রজন্মের কিশোররাও দূর্জয়ের মতো এমন খাঁটি দেশপ্রেমিক হয়ে উঠবে, দেশপ্রেমের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হবে তাদের জীবন- এমনটাই প্রত্যাশা করছি।..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9496274
- Availability: In Stock
Tags: Ekattorer Firstboy
স্বাধীনতা
খুব সহজে আসেনি। ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে
অর্জিত হয়েছে এ স্বাধীনতা। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পেয়েছি এ স্বাধীনতা।
বিপক্ষ দলে ছিল অস্ত্রেশস্ত্রে¿ সুসজ্জিত আর উন্নতমানের ট্রেনিংপ্রাপ্ত পশ্চিম পাকিস্তানি হানাদার
বাহিনী। তাদের সাথে লড়াই করেছেন এদেশের ছাত্র, কৃষক,
শ্রমিক তথা আপামর জনতা। ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক-অফিসারগণও।
কিন্তু ভীতসন্ত্রস্ত না হয়ে এদেশের কিশোররাও সেদিন সবার সাথে মুক্তির জন্য এ
যুদ্ধে অংশ নিয়েছিল। দুলা মিয়া, হারেসউদ্দীন, বাবুল, নাদির মিয়া, টিটো,
ইমরান- এমন হাজারো যোদ্ধার গল্প আমরা জানি। আবার, এমন হাজারো যোদ্ধার গল্প আমাদের অজানাই রয়ে গেছে...।
মুক্তিযুদ্ধকে
যারা স্বচক্ষে দেখেছেন, আর আমরা যারা এ প্রজন্মের
প্রতিনিধি- এ দুটো দলের কাছে মুক্তির স্বাদ এক হলেও মুক্তিযুদ্ধের রূপ দুই। আমরা
মুক্তিযুদ্ধ দেখিনি, তারা দেখেছেন। আমরা মুক্তিযুদ্ধের
গল্প শুনেছি, বই পড়েছি আর তারা গল্প শুনিয়েছেন, বই লিখেছেন।
আমি মনে করি, এ প্রজন্মের লেখক হলেও মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করা আমাদের
দায়বদ্ধতার ভেতরেই পড়ে। তবে অসাবধানতাবশত কিছু ভুল থেকে যাওয়াটাও অসম্ভব নয়। আশা
করছি সেগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই উপন্যাসের
নায়ক দূর্জয় একটি কাল্পনিক চরিত্র, যে মুক্তিযুদ্ধের
হাজারো কিশোর যোদ্ধার একজন। তবু উপন্যাসে কিছু বাস্তব ঘটনার সন্নিবেশ রয়েছে।
কিশোর মুক্তিযোদ্ধা
দূর্জয় একজন খাঁটি দেশপ্রেমিক, অকুতোভয় সৈনিক, মুক্তির সেনানী।
এ প্রজন্মের কিশোররাও দূর্জয়ের মতো এমন খাঁটি দেশপ্রেমিক হয়ে উঠবে, দেশপ্রেমের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হবে তাদের জীবন- এমনটাই প্রত্যাশা
করছি।
