Neel Asmani
শৈশবের ফেলে আসা সুখ-দুঃখের হাজারো কথামালা পরম যতেœ মুড়িয়ে রেখেছি ভালোবাসা আর আবেগের মায়াজালে ভরা ছোট্ট ডায়েরির পাতাজুড়ে। ইচ্ছে হলেই ডুব দিয়ে প্রশান্তিতে ভরিয়ে তুলি নিজেকে। কখনো কখনো মনে হয় কিছুই হয়নি তবুও, যদি সব সাগরের লোনাজল দিয়ে কালি বানিয়ে পুরো পৃথিবীর বুকে লিখতে পারতাম আকাশপাড়ের ‘নীল আসমানী’।জানি না পাঠকের মনের কোণে আমার এলোমেলো লেখাগুলো ঠাঁই পাবে কি না। আমার কাব্যিক রচনায় ছোট্টবেলার সেই স্মৃতিগাঁথা রজনী, মনের জানালায় লুকিয়ে থাকা সপ্ন ছুঁয়ে যাক সব পাঠকের হৃদয়ে। প্রিয় পাঠক, দয়া করে ভুলত্রুটিগুলো ক্ষমা চোখে দেখার অনুরোধ।- লেখক ..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9496168
- Availability: In Stock
Tags: Neel Asmani
জানি না পাঠকের মনের কোণে আমার এলোমেলো লেখাগুলো ঠাঁই পাবে কি না। আমার কাব্যিক রচনায় ছোট্টবেলার সেই স্মৃতিগাঁথা রজনী, মনের জানালায় লুকিয়ে থাকা সপ্ন ছুঁয়ে যাক সব পাঠকের হৃদয়ে।
প্রিয় পাঠক, দয়া করে ভুলত্রুটিগুলো ক্ষমা চোখে দেখার অনুরোধ।
- লেখক
