Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Shrenisatru

৳160

ঠাস ঠাস... বোম ফাটলো। চিৎকার। অ্যাম্বুলেন্সের বিকট শব্দ। রক্তারক্তি কাণ্ড। কয়েকজন আহত নিহত। প্রশ্ন, সবই দেখতে পেলাম কিন্তু পেছনে কারা বা কে কলকাঠি নেড়ে এতো হত্যার আয়োজন করেছে? আড়ালেই থেকে যায়। কিন্তু ধীমান, প্রদীপ্ত, কুশলী গল্পকার ফারহানা রহমানের গল্পের কলকব্জায় কোনো কিছুই আড়ালে রক্তপাত করে না, চামড়ার  নিচে লুকিয়ে থাকা বিশ্বাস ও অবিশ্বাসের গ্লানি তুলে আনেন মোহন ও গভীর শব্দসুসচেতনার সঙ্গে গল্পের আখ্যানে।‘শ্রেণিশত্রু’ প্রথম গল্পগ্রন্থ হলেও প্রতিটি গল্প স্বমহিমায় স্বতন্ত্র। ভাঙন, গোমতীর তীরে, দশ পয়সার ইট, সোলমেট, শ্রেণিশত্রু, অতীতের কাছে যখনই ফিরে যাই, ভেসে যাওয়া তরী, দৃশ্য ছাপিয়ে যাওয়ার পর এবং পুরোনো একটি প্রেমের গল্প’ দশটি গল্পে সজ্জিত বইটি। মুক্তিযুদ্ধের তিনটি গল্পে একাত্তরের সর্বনাশ আর্তি রক্তস্রােতের নিবিড় বর্ণনা মনে করিয়ে দেয়, ফারহানা রহমান চিরন্তন বাংলার শ্বাশত সুন্দরের প্রণম্য প্রতিনিধি। ‘সোলমেট’ গল্পটির আখ্যানে ঘৃণার সঙ্গে বসবাসের আগুনমাখা প্রতারণা বয়ে চলে এখনও। ‘ভাঙন’ গল্পটি জানিয়ে দেয়, ঘরের চার দেয়ালের মধ্যে যারা অতি আপন, তারাও কতোটা শাণিত প্রতারক! পাঠ শেষে থৈ থৈ শোক নেমে আসে অন্তরজুড়ে। সর্বহারার রাজনীতির মধ্যে খুন বাস করে না, খুন বাস করে প্রতিদিনের সংসারেও। জীবনের রঙমহলে ‘শ্রেণিশত্রু’ সঙ্গে নিয়েই আমাদের বসবাস। বুঝতে পারি না, কে শত্রু কে...।ফারহানা রহমানের গল্পে দিন ও রাতের মানচিত্রে পাওয়া যায় বিক্ষুদ্ধ সময়ের নকুলদানা, প্রেমের বনে সাপের বাসা, দুগ্ধ মাখা বিছানায় রক্তমাখা চকচকে তরবারি, সুন্দরের স্রােতে ভেসে যাওয়া বিবর্ণ লাশের সারি...। সবই জীবনের কার্নিস থেকে পরম যত্নে কুড়িয়ে এনে গল্পের জমিতে রোপন করেন মায়াবী গল্পকার ফারহানা রহমান। প্রথম গল্প বইয়েই স্বাক্ষর রাখছেন সীমানা অতিক্রমের। জয় হোক গল্পকার ফারহানা রহমানের। ..


Tags: Shrenisatru

ঠাস ঠাস... বোম ফাটলো। চিৎকার। অ্যাম্বুলেন্সের বিকট শব্দ। রক্তারক্তি কাণ্ড। কয়েকজন আহত নিহত। প্রশ্ন, সবই দেখতে পেলাম কিন্তু পেছনে কারা বা কে কলকাঠি নেড়ে এতো হত্যার আয়োজন করেছে? আড়ালেই থেকে যায়। কিন্তু ধীমান, প্রদীপ্ত, কুশলী গল্পকার ফারহানা রহমানের গল্পের কলকব্জায় কোনো কিছুই আড়ালে রক্তপাত করে না, চামড়ার  নিচে লুকিয়ে থাকা বিশ্বাস ও অবিশ্বাসের গ্লানি তুলে আনেন মোহন ও গভীর শব্দসুসচেতনার সঙ্গে গল্পের আখ্যানে।

শ্রেণিশত্রু’ প্রথম গল্পগ্রন্থ হলেও প্রতিটি গল্প স্বমহিমায় স্বতন্ত্র। ভাঙন, গোমতীর তীরে, দশ পয়সার ইট, সোলমেট, শ্রেণিশত্রু, অতীতের কাছে যখনই ফিরে যাই, ভেসে যাওয়া তরী, দৃশ্য ছাপিয়ে যাওয়ার পর এবং পুরোনো একটি প্রেমের গল্প’ দশটি গল্পে সজ্জিত বইটি। মুক্তিযুদ্ধের তিনটি গল্পে একাত্তরের সর্বনাশ আর্তি রক্তস্রােতের নিবিড় বর্ণনা মনে করিয়ে দেয়, ফারহানা রহমান চিরন্তন বাংলার শ্বাশত সুন্দরের প্রণম্য প্রতিনিধি। ‘সোলমেট’ গল্পটির আখ্যানে ঘৃণার সঙ্গে বসবাসের আগুনমাখা প্রতারণা বয়ে চলে এখনও। ‘ভাঙন’ গল্পটি জানিয়ে দেয়, ঘরের চার দেয়ালের মধ্যে যারা অতি আপন, তারাও কতোটা শাণিত প্রতারক! পাঠ শেষে থৈ থৈ শোক নেমে আসে অন্তরজুড়ে। সর্বহারার রাজনীতির মধ্যে খুন বাস করে না, খুন বাস করে প্রতিদিনের সংসারেও। জীবনের রঙমহলে ‘শ্রেণিশত্রু’ সঙ্গে নিয়েই আমাদের বসবাস। বুঝতে পারি না, কে শত্রু কে...।

ফারহানা রহমানের গল্পে দিন ও রাতের মানচিত্রে পাওয়া যায় বিক্ষুদ্ধ সময়ের নকুলদানা, প্রেমের বনে সাপের বাসা, দুগ্ধ মাখা বিছানায় রক্তমাখা চকচকে তরবারি, সুন্দরের স্রােতে ভেসে যাওয়া বিবর্ণ লাশের সারি...। সবই জীবনের কার্নিস থেকে পরম যত্নে কুড়িয়ে এনে গল্পের জমিতে রোপন করেন মায়াবী গল্পকার ফারহানা রহমান। প্রথম গল্প বইয়েই স্বাক্ষর রাখছেন সীমানা অতিক্রমের। জয় হোক গল্পকার ফারহানা রহমানের।


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good